Logo

রাহাতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়.

Slider 1
Slider 2
Slider 3
Slider 4
Slider 5
আমাদের সম্পর্কে

অবস্থান : রাহাতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টি জি. এম. হাট ইউনিয়নের অন্তর্ভূক্ত নুপুর ৪নং ওয়ার্ডে অবস্থিত।বিদ্যালয়ের ঠিক সামনেই অবস্থিত নুরপুর আব্দুল হাকিম ভূঁইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টি জি. এম. হাট থেকে ফুলগাজীর প্রধান সড়কের নুরপুর অংশের একবারে পাশেই অবস্থিত।জি. এম. হাট বাজার থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বেই এর অবস্থান।১৯৮০ সালে প্রতিষ্ঠিত রাহাতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টি নারী শিক্ষা বিস্তারে গৌরবময় ভুমিকা পালন করে আসছে।নারী শিক্ষার অন্যতম পথিকৃত বিদ্যালয় টি অগনিত দরিদ্র শিক্ষা্রথীকে দিয়েছে আলোকিত পথের সন্ধান।মানসম্মত শিক্ষা বিস্তারে র ক্ষেত্রে এই বিদ্যালয়ের আন্তরিক প্রচেষ্টা চালিেয় যাচ্ছে।শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাওয়াতে প্রতিটি ছাত্রির কমপিউটার শিক্ষার সুযোগ রয়েছে।

মহোদয়গণের বার্তা

শিক্ষকছাত্র-ছাত্রী পরিসংখ্যান
11
শিক্ষক
2
শিক্ষিকা
0
ছাত্র
70
ছাত্রী
শিক্ষক/শিক্ষিকাগণ
ম্যানেজিং কমিটি